New Update
/anm-bengali/media/media_files/mOUJrW6vCLB85b41j1Vc.jpg)
প্রশিক্ষণ কর্মশালা
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এলাকার চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হল পিংলায়। ধান,পাট, ও গ্রীষ্মকালীন ফুল ও সব্জি চাষের জন্য এলাকার চাষীদের একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কনফারেন্স হলে এই কর্মসূচি গৃহীত করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দফতরের বিজ্ঞানী ও পিংলা এ ডি এ সহ অন্যান্য আধিকারিকরা। ব্লকের ১০০ জনের বেশি চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা ধরে প্রশিক্ষণ চলার পর প্রত্যেক চাষীকে পাট বীজ তুলে দেওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us