New Update
/anm-bengali/media/media_files/2025/03/01/bQDSErGgAc4oJR8KEI2Y.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: অস্বাভাবিকভাবে ট্রেন লেট এবং রেল বেসরকারিকরণ এর বিরুদ্ধে খড়গপুর ডিআরএম-এর কাছে বিক্ষোভ ডেপুটেশন করল এসইউসিআই কমিউনিস্ট। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই বিক্ষোভ ডেপুটেশন করা হয় সংগঠনের পক্ষ থেকে।
/anm-bengali/media/media_files/2025/03/01/rxPYXA4dg0vfGSKqmXtc.png)
এসইউসিআই কমিউনিস্ট এর দাবি, একাধিক বন্দে ভারত চালানো ও মালগাড়ি চলাচলকে অগ্রাধিকার দিয়ে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের দুর্বিসহ অবস্থার সৃষ্টি করা হয়েছে। ট্রেন লেট এমন পর্যায়ে পৌঁছেছে যে পাঁশকুড়া, খড়গপুর কিংবা মেদিনীপুরের মতো স্টেশনে কানেক্টিং ট্রেন ধরতে না পেরে যাত্রীরা প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে রেল পরিষেবার জন্য। রেল পরিষেবার এই বেহাল অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ ডেপুটেশন করা হয় খড়গপুর ডিআরএম অফিসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us