দীঘা স্টেশনে ট্রেনের কামরায় এসি রেস্টুরেন্ট! পর্যটকদের নতুন আকর্ষণ

স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
y56ghk

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাঙালির দীপুদার দীঘায় এবার নতুন সংযোজন। দীঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট। দেখলে মনে হবে এক ট্রেনের বগি। এক কামড়ার ট্রেনের বগিতেই তৈরী করা হয়েছে রেস্টুরেন্ট। ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট।

publive-image

দীঘায় এলে ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন। বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভূতি পাবেন। 
রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজেট পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য এ এক নতুন আকর্ষণ।