মর্মান্তিক দুর্ঘটনা কোলাঘাটে

দুর্ঘটনায় মৃত গাড়ির চালক। অন্যজন পলাতক।

author-image
Jaita Chowdhury
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা: শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। জানা গেছে, দেউলিয়া বাজারে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে একটি ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডিম বোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারে ছোট হাতি গাড়ির পিছনে। ঠিক সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে চিপে যায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ছোট হাতি গাড়ির চালকের। তবে এখনও পর্যন্ত ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় কলকাতা অভিমুখী রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ঘটনাস্থলে আসে কোলাঘাট ট্রাফিক বিভাগ ও কোলাঘাট থানার পুলিশ। পুলিশের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় রাস্তা স্বাভাবিক হয়।

Road Accident
ফাইল চিত্র