/anm-bengali/media/media_files/bOhluzmUYMP5NxRJxxi0.jpg)
জাতীয় সড়কে ব্যবসায়ী খুনের ঘটনার পুনর্নির্মাণ
হরি ঘোষ, জামুড়িয়া : ২৯ এপ্রিল ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ের কাছে স্করপিও থেকে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। জানা যায়, ব্যবসায়ীর নাম রাজেন্দ্র সাউ। রানীগঞ্জের রানিসায়ের এলাকার বাসিন্দা। দীর্ঘক্ষণ একটা সাদা স্করপিওকে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গাড়ির মধ্যে থেকে গুলিবিদ্ধ রাজেন্দ্র সাউকে উদ্ধার করে। ঘটনাস্থলে উদ্ধার হয় একটা গুলির খোল। সেই মুহূর্তে জামুড়িয়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায় । এরপরই তৎপর হয়ে ওঠে জামুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে চলতি মাসের ৯ তারিখ হামিদ নগর এলাকা থেকে মোঃ সাবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ১০ তারিখে ধৃতকে আদালতে তোলা হয়। মহামান্য আদালতের কাছে পুলিশ ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন করে, আদালত ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জামুড়িয়া থানার পুলিশ জানতে পেরেছে অনেক তথ্য। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি আজ অর্থাৎ সোমবার ধৃত ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে জামুরিয়া থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ জানার চেষ্টা করে কিভাবে সেদিনের ঘটনাটা ঘটিয়েছিল মোহাম্মদ সাবির। যদিও ঘটনার তদন্ত চলছে এখনো, এই ঘটনার পিছনে আরো কারা কারা জড়িত আছে? এই ঘটনার মাস্টারমাইন্ড কে? সমস্ত দিক সুচারুভাবে ক্ষতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us