/anm-bengali/media/media_files/2025/09/01/whatsapp-image-2025-09-01-2025-09-01-14-38-16.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ফের থ্রেট কালচারের রাজনীতির অভিযোগ। এবার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে এই ধরণের ঘটনার প্রতিবাদী হওয়াতে কলেজ প্রিন্সিপালকে বদলির চক্রান্ত করার অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুর গভর্মেন্ট কলেজের মূল গেটের সামনে বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ।
কলেজ ছাত্রীদের একাংশের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে সরকারি এই কলেজের এক শ্রেণীর অধ্যাপক যারা অনিয়মিত ক্লাস করাতেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাতে তাদের কপালে জুটেছিল শাসানি। কলেজ প্রিন্সিপাল দেবনাথ পালিতকে এই কথা জানানোর পর তিনি অধ্যাপকদের সাথে আলোচনায় বসে প্রতিবাদ জানান। ব্যাস এতেই চক্রান্ত। প্রভাব খাঁটিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে বদলির দাবি করছেন কলেজের এক শ্রেণীর অধ্যাপক। কোনো ভাবেই এই বদলির নির্দেশ মানা হবে না এই মর্মে প্রতিবাদ জানিয়ে কলেজ গেটের বাইরে আন্দোলনে বসল তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকরা। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভজ্যোতি মজুমদারের অভিযোগ, তৃণমূল প্রভাবিত অধ্যাপক ইউনিয়নের নেতাদের একাংশ বিরোধী দল ছেড়ে তৃণমূলে এসে মাতব্বরি করছে, আর তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যতক্ষণ না এই প্রিন্সিপালের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। আন্দোলনকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-142251-2025-09-01-14-23-06.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us