ভোটার লিস্টে মা-বাবার নাম নেই, যুবকের মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা

কি বলছে দুই দল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-24 at 2.14.34 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২০০২ সালের ভোটার লিস্টে মা-বাবার নাম নেই। জানতে পেরে আতঙ্কেই মৃত্যু হল ছেলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের ২৫ নং দক্ষিন ঢেকিয়া বুথে। বাবলু হেমরম গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল বলে দাবি পরিবারের। অবশেষে তার মৃত্যুতে শুরু তৃণমূল-বিজেপি তরজা।  তৃণমূল বিধায়ক অজিত মাইতির অভিযোগ বিজেপি নেতাদের জন্য এটা হয়েছে। এর দায় নিতে হবে তাদের। অপরদিকে এর পালটা উত্তর দিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।

bjp tmc