পাকিস্তান থেকে ফিরল ঘরে! পূর্ণমের শ্বশুরবাড়িতে প্রসাদ নিয়ে হাজির তৃণমূল সভাপতি

আটক করেছিল পাক সেনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-14 at 3.52.10 PM

হরি ঘোষ, দুর্গাপুর: পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জওয়ানকে ফেরাল ভারতীয় সেনা। এই খবর ছড়িয়ে পড়তেই খুশি পরিবার-পরিজনদের সাথে সারা দেশবাসী। পূর্ণম কুমার সাউয়ের শ্বশুরবাড়িতেও খুশির হাওয়া। এপ্রিল মাসের ২৩ তারিখ পাঞ্জাবে ভারত-পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনালমূলক ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তখনই ভুলবশত পাকিস্তানের সীমানায় তার পা পড়তেই পাকিস্তান রেঞ্জার তাকে আটক করে। তাকে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ভারতীয় সেনা।

শেষ পর্যন্ত ২২ দিন পর পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তান থেকে পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়তে চরম উচ্ছাস শুরু হয়। এই খবর পেতেই হুগলির রিষড়ায় পূর্নমের স্ত্রী রজনী সাউয়ের সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে খবর পেয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে পূর্ণমের শ্বশুরবাড়িতে হাজির হন দুর্গাপুরের ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি জওয়ানের শ্বশুর-শাশুড়ির হাতে প্রসাদের পাশাপাশি মিষ্টি তুলে দেন। শ্বশুর-শাশুড়ি বলেন, "আমরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলাম। এই খবর পাওয়ার পর আমরা খুশি"।

WhatsApp Image 2025-05-14 at 11.19.43 AM