/anm-bengali/media/media_files/fU5PD7R8rFyPvCOHkhdQ.jpg)
তৃণমূলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ৩৫ তম দিনে মেদিনীপুর জেলায় পৌঁছাবে তৃণমূলের নব জোয়ার যাত্রা। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুরে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, বিধায়িকা তথা মন্ত্রী শিউলি সাহা, ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, সহ-সভাপতি শ্যামল আচার্য ও বিশ্বজিৎ বড়দোলই, যুব সভাপতি আসিফ ইকবাল সহ জেলা ও ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্বরা। রবিবার বিকেল পাঁচটায় কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে সভাটি অনুষ্ঠিত হয়। মূলত এই দিনের সভা থেকে কিভাবে কর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে সে বিষয়ে বিশেষ রূপরেখা দেন জেলা সভাপতি আশীষ হুদাইত। পাশাপাশি কেশপুরের উপর দিয়েও অভিষেকের নবজোয়ার কর্মসূচি ঘাটালে পৌঁছতে পারে এমনও জানান তিনি। সেই জন্য কেশপুরের প্রত্যেকটি বাজার রাস্তাঘাট পতাকা ব্যানারে সাজিয়ে তোলার জন্য কর্মীদের আবেদন জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us