New Update
/anm-bengali/media/media_files/CipOf6lOcFHrdzm9j16U.jpg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন আমরা অতিষ্ট, এরই মাঝে তৃষ্ণার্ত মানুষের একটু তৃষ্ণা নিবারণ করতে তৃণমূল কংগ্রেসের একটি অন্যতম প্রয়াস "মানুষের পাশে"। এদিন এই কর্মসুচীতে মেদিনীপুর শহরের মানুষজনের হাতে জল এবং ও আর এস তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্মাল্য চক্রবর্তী ও তৃণমূল নেতা প্রদ্যুত ঘোষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us