/anm-bengali/media/media_files/aXqngflwPVl8Ghs9t1Iq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার আসনের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৪-এর লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর ভোটের কালি দেওয়া আঙুল দেখালেন।
/anm-bengali/media/media_files/rvm0eOEszsKinmkjJLVv.jpg)
ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার আসনের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এ নির্বাচন নির্বাচন নয়, প্রতিবাদ ও প্রত্যাখ্যানের নির্বাচন। এবার আমরা আমাদের প্রতিনিধিকে ভোট দিতে যাচ্ছি তবে ২০১৯ সালে ক্ষমতায় আসা এনডিএ ২ কে উপযুক্ত জবাব দিতেও যাচ্ছি। আমি মাঠে যা দেখেছি তা থেকে আমি বলতে পারি যে ২০২১ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের জনগণকে যথেষ্ট ত্রাণ দিতে পারেনি। আজ ভোটারদের জবাব দেওয়ার দিন। '৪ কো জব রেজাল্ট আয়েঙ্গে তো জওয়াব কারারা মিলেগা'।”
#WATCH | TMC National General Secretary and candidate from Diamond Harbour seat, Abhishek Banerjee shows his inked finger after casting his vote at a polling station, for the seventh phase of #LokSabhaElections2024pic.twitter.com/5tZsFstC2T
— ANI (@ANI) June 1, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us