রণক্ষেত্র মতুয়াগড়, শান্তনুর বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

হাইভোল্টেজ রবিবার। শনিবারই উত্তর ২৪ পরগনায় এসেছে নবজোয়ার। জনসংযোগ যাত্রা নিয়ে বনগাঁয় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
abhishek banerjee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর পৌঁছানোর আগেই অশান্ত হয়ে ওঠে মতুয়াদের গড়। বন্ধ করে দেওয়া হয় ঠাকুরবাড়ি। এমনকি মহিলাদের সঙ্গে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে। এবার এই ইস্যুতে সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ এক টুইট বার্তায় অভিষেক লেখেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তনু ঠাকুরের সিআইএসএফ-এর সঙ্গে ঠাকুরবাড়ি মন্দিরে জুতো পরে ঢোকা অত্যন্ত অসম্মানের বিষয়। সিআইএসএফ-এর জওয়ানরা মহিলা ভক্তদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তারা রাজনীতির নামে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।‘