/anm-bengali/media/media_files/2025/11/08/whatsapp-image-2025-11-08-at-171221-2025-11-08-18-26-30.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চাঞ্চল্যকর ছবি। শুক্রবার দুপুরে ডেবরা ব্লকের ১৬৮ নম্বর আষাঢ়ী বাঁধ বুথে হঠাৎই হাজির হলেন স্থানীয় বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। দোকান থেকে দোকানে ঘুরে তিনি নিজেই খোঁজ নিলেন—এস আই আর (SIR) ফর্ম পেয়েছেন কি ভোটাররা।
এলাকার দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। জানতে চান, সরকারি ফর্ম ঠিকভাবে পৌঁছেছে কি না, ভোট সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে কি না। স্থানীয় সূত্রে খবর, বিধায়কের এই হঠাৎ সফরে চমকে গিয়েছিলেন অনেকেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/08/humayun-kabir-a-2025-11-08-13-09-28.png)
এরপর তিনি দলের তৈরি সহায়তা শিবিরেও বসেন। ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা শোনেন এবং অভিযোগ নথিভুক্ত করেন। তিনি বলেন, “আমার এলাকার মানুষ যেন কোনোভাবে ভোট সংক্রান্ত জটিলতায় না পড়েন, সেটাই নিশ্চিত করতে এসেছি।”
ডঃ কবীর এদিন এখানেই থামেননি। সরাসরি চলে যান ডেবরা ব্লকের ২৩৪ নম্বর বুথে। সেখানে গিয়ে দেখা করেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত ব্লক লেভেল অফিসার (BLO)-এর সঙ্গে। সূত্রের খবর, তিনি BLO-র কাছ থেকে বুথ সংক্রান্ত আপডেট ও প্রস্তুতির খোঁজ নিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us