/anm-bengali/media/media_files/2025/10/05/whatsapp-image-2025-10-05-at-2025-10-05-18-11-55.jpeg)
pingla
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হবে। তাই দলের নির্দেশে আজ পিংলা বিধানসভার মাদপুরে দলীয় কার্যালয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/piCKy5rvOFY7xCf21E2h.jpg)
সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, দাসপুরের বিধায়ক,চন্দ্রকোনার বিধায়ক-সহ মাদার সংগঠন, শাখা সংগঠন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলার কর্মাধ্যক্ষ-সহ সমস্ত স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জেলা সভাপতি অজিত মাইতি জানান দলের নির্দেশে প্রথমে সবাইকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলন করতে হবে। যেখানে সমস্ত স্তরের নেতৃত্বদের সঙ্গে রাখতে হবে। বিধায়ক ও মন্ত্রীদের থাকতেই হবে। তিনি ব্লক সভাপতিদের নির্দেশ দেন সমস্ত স্তরের নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে নিয়ে এই বিজয়া সম্মেলন করতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us