New Update
/anm-bengali/media/media_files/2025/11/02/whatsapp-image-2025-11-02-at-2025-11-02-20-44-08.jpeg)
UUUU
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা এলাকায়, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি-সহ একাধিক নেতৃত্বদের ডাকে SIR সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল এদিন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি স্বপন কুমার মন্ডল, পিংলা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিজুল ইসলাম,পিংলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ চক্রবর্তী, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মৈত্রী জানা সামন্ত,তৃণমূল নেতা চন্ডী চরন সামন্ত, তৃণমূল নেতা শিব শংকর দাস-সহ, পিংলা ব্লকের দশটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বর্গ,কর্মীবৃন্দ ও BLA -রা ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us