নিজস্ব সংবাদদাতা - পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে আজ ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে কর্মীরসভার আয়োজন করা হয়। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, সাংগঠনিক জেলার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভার বিধায়ক, উপস্থিত ছিলেন প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে, বুথ স্তরীয় কর্মীরাও। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মূলত এই কর্মীসভার আয়োজন করা হয়।
এই কর্মীসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিঁদুর কে নিয়ে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। পাশাপশি রাজ্যের বিরোধী দলনেতাকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত। অন্যদিকে একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বললেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।