তরুণকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন, ফের ভাইরাল তৃণমূল নেতার ভিডিও

জামুড়িয়ায় জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানার মেজাজ হারানোর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক তরুণকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। সিদ্ধার্থ রানা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
881.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের অস্বস্তি জামুড়িয়া তৃণমূল কংগ্রেসের। আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জামুড়িয়া দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানার মেজাজ হারানোর ভিডিও ।এই ভিডিওতে জামুড়িয়া দুনম্বর ব্লক তৃণমূল কার্যালয়ের ভেতরে এক যুবককে সঙ্গে বচসা ও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ভিডিও দেখা যায় ।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ।
নাম জানাতে অনিচ্ছুক ব্লক স্তরের এক তৃণমূল নেতা জানান, যে তরুণকে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে, তিনি কম্পিউটার সেকশনে এই দলীয় কার্যালয় কাজ করতেন। কী কারনে সিদ্ধার্থ রানার সঙ্গে ওই যুবকের ঝামেলা সে বিষয়ে তা জানা নেই। তবে মঙ্গলবার থেকে যেভাবে দুটি ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

লোকসভা ভোটের আগে সামাজিক মাধ্যমে তৃণমূল ব্লক সভাপতি ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করছে। যদিও এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে নারাজ সিদ্ধার্থ বাবু। তিনি জানান ৯ মাস আগেকার এই ঘটনা। তিনি জানান, দলীয় কার্যালয়ের ভেতরের এই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমে কিছু বলতে চান না। প্রসঙ্গত গতকাল  সিদ্ধার্থ বাবু কে কিছু স্থানীয় মানুষজন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এক যুবকের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সামাজিক মাধ্যমে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে। পর পর দুটো ভিডিও ভাইরাল হওয়াতে তৃণমূলের অভ্যন্তরে অস্বস্তি যে বেড়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।