‘নয়াদিল্লির অকথিত কাহিনির নায়ক…’! কীসের ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ?

ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

author-image
Probha Rani Das
New Update
kunal-ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, “হোটেল তাজ প্যালেস, নয়াদিল্লির অকথিত কাহিনির নায়ক ভুলে যাচ্ছেন, আইনত চলতি শপথ বিতর্কে তাঁর ভূমিকা নেই। 

kunal ghoshw2.jpg

তিনি ছাড়াও সব হতে পারে। সৌজন্যকে দুর্বলতা ভাবা ভুল। যাদের বুদ্ধিতে চলছেন, তারা আপনাকে আরও ডোবাবে।বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন।” 

Adddd