New Update
/anm-bengali/media/media_files/W9x2hSTpzkXFLp07AAGB.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি ইস্যুতে (Scam) কার্যত কোণঠাসা হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। একাধিক নেতা থেকে মন্ত্রী-বিধায়ক সবাই জেলবন্দি। বুথ স্তরের নেতাদের মধ্যে যে দুর্নীতি ছড়িয়ে আছে, সে কথা কার্যত মেনে নিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক (TMC MLA) শওকত মোল্লা (Saokat Molla)।
স্বীকার করলেন যে নেতাদেরও দোষ আছে। হুঁশিয়ারি দিয়ে বলেন যে দোষ প্রমাণিত হলে দল থেকে বের করে দেওয়া হবে বলে। শুক্রবার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় একটি সভায় উপস্থিত হয়ে বলেন যে কিছু ভিখারি নেতা আছেন যাঁদের কাজ হাত পেতে টাকা নেওয়া। তিনি বিধানসভায় নতুন নিয়ম চালু করেছেন যে কোনও নেতা গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকা নিলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে দল থেকে বের করা হবে। টাকা নেওয়ার খবর পেলেই তদন্ত করার কথা জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us