/anm-bengali/media/media_files/2025/10/30/whatsapp-image-2025-10-30-2025-10-30-17-14-57.jpeg)
বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: SIR কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল। বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মীসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজী ব্যানার্জী। তিনি বলেন, “যারা SIR করতে আসবে, তাদের ঝাঁটা আর জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে"। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও একাধিক তৃণমূল বিধায়ক। শিবাজীর বক্তব্যে কেউ আপত্তি না তোলায় বিরোধীরা প্রশ্ন তুলেছে এটাই কি তাহলে তৃণমূলের সরকারি অবস্থান?
বিজেপির পাল্টা দাবি, “SIR সম্পূর্ণ হওয়ার পর ভুয়ো ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে, তাই ভয়ে তৃণমূল নেতারা উন্মত্ত মন্তব্য করছেন"। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০২৬ সালের পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূলের এমন রূপ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/bjp-tmc-clash-2025-07-18-12-17-50.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us