নিয়োগ দুর্নীতিতেও অনুব্রত যোগ! জেরা করতে পারে ED

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত বর্তমানে তিহাড় জেলে রয়েছেন।

New Update
anubrata.jpg

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় খুশি করেছে তিহাড়-বন্দি অনুব্রতকে। গরু পাচার মামলায় প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন বীরভূমের একসময়ের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এবার আরও এক দুর্নীতিতে সামনে আসছে তাঁর নাম।  সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতেও এবার প্রশ্নের মুখে পড়তে হতে পারে কেষ্ট মণ্ডলকে। এই বিষয়ে আধিকারিকরা অনুব্রতকে জেরা করতে পারেন বলে ইডি সূত্রে খবর।

অনুব্রত মণ্ডলের বয়ান রেকর্ড করার জন্য ইতিমধ্যে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ আবেদন জানিয়েছে ইডি। আগামী ২০ জুলাই বিচারক রঘুবীর সিং-এর বেঞ্চে এই আবেদনের শুনানি রয়েছে। ইডি-র আর্জি আদালতে মঞ্জুর হলে তারা তিহাড় জেলে বন্দি নেতার বয়ান রেকর্ড করতে পারবে। আর তখনই অনুব্রতকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে শাসক দলের একের পর এক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার মতো নেতা। তবে গত এক বছরে সেই দুর্নীতির তদন্তে কখনও অনুব্রতর নাম সামনে আসেনি।