New Update
নিজস্ব সংবাদদাতা: বার বার ঘূর্ণিঝড় মোকাবিলা করে ম্যানগ্রোভ অরণ্য। ওড়িশাতে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়লেও বিশেষ কোনও ক্ষতি হয়নি, তার কারণ সেই ম্যানগ্রোভ অরণ্য। সেই রক্ষাকারী ম্যানগ্রোভ অরণ্য কেটে তা পাচারের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর দাবি,গত কয়েকদিন ধরেই নির্বিচারে ঠাকুরান নদীর চরের ম্যানগ্রোভ কাটা হচ্ছিল। সাধারণ মানুষ অভিযোগ করেছেন, ঘটনার সঙ্গে নগেন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সম্পাদক প্রদীপ মণ্ডল। পুজোর খরচ তুলতেই ওই তৃণমূল নেতা ও তার দলবল ম্যানগ্রোভ অঞ্চলের গাছ কাটছিল। কাঠগুলি পুলিশ প্রশাসন এবং বনদফতরের নজর এড়িয়ে গোপনে ঠাকুরান নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে সীমা ঘাট এলাকার ফাঁকা জায়গায় জড়ো করে রাখা হয়েছিল বলে অভিযোগ। সেই কাঠ পাচারের সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় সীমানার ঘাট থেকে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান আটক করে বন দফতরের রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা ১৫০ টনেরও বেশি ম্যানগ্রোভ অরণ্যের কাঠ কেটে পাচারের চেষ্টা হচ্ছিল। তবে প্রদীপবাবু বলেছেন, এই ধরনের ঘটনার সঙ্গে আমি যুক্ত নই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us