/anm-bengali/media/media_files/cEr9eSsoNR9fPcgaTghd.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পরে জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে জামুড়িয়া থানা মোড় অবরোধ তৃণমূল নেতা কর্মীদের।
জামুড়িয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকে ব্লক সভাপতি তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের ববিরুদ্ধে। ঘটনায় আহত হন সুব্রত অধিকারী সহ আরোও ৬ জন তৃণমূল নেতাকর্মী। অভিযোগের তীর জামুড়িয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সাধন রায় গোষ্ঠীর লোকজনদের বিরুদ্ধে।
সুব্রত অধিকারী জানান, 'সামনে পঞ্চায়েত ভোট নিয়ে তাদের দলীয় কার্যালয়ে একটি সভা চলছিল। সেই সময় চঞ্চল ব্যানার্জির নেতৃত্বে প্রচুর সংখ্যক দুষ্কৃতী এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মিটিংয়ে উপস্থিত অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানালে তাদেরকে মারধর করা হয়। তাকেও ব্যাপকভাবে মারধর করা হয়। তার শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে।' ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হন এবং জামুড়িয়া থানা মোড়ের কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। অবশেষে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নেওয়া হয়। জামুরিয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us