বিজেপির পর এবার মনোনয়ন প্রত্যাহার করে নিলেন TMC-র প্রার্থী

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উঠে এল। এবার ঘটনাস্থল জামুড়িয়া। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জামুড়িয়া পাঁচ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী (TMC) ঝন্টু মণ্ডল।

author-image
SWETA MITRA
New Update
tmc jamu.jpg

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ দীর্ঘটালবাহানারপরঅবশেষেনিজেরমনোনয়নপত্রপ্রত্যাহারকরেনিলেনজামুড়িয়াপাঁচনম্বরপঞ্চায়েতসমিতিরতৃণমূলপ্রার্থী (TMC)ঝন্টুমণ্ডল।আজ মঙ্গলবারপ্রত্যাহারেরসময়সীমারঠিকপাঁচমিনিটআগেতিনিতারমনোনয়নপত্রপ্রত্যাহারকরেনেন।তিনিজানান,বিধায়কেরনির্দেশদলেরশৃঙ্খলারক্ষার্থেতিনিসিদ্ধান্তনিলেন।

তৃণমূল  প্রার্থীঝন্টুমণ্ডলজানান,অভিষেকব্যানার্জিদলেরনির্দেশেতিনিমনোনয়নপত্রজমাদিয়েছিলেন।সেইমতোদেওয়াললিখনওপ্রায়সম্পূর্ণহয়েগিয়েছিল।কিন্তুফর্ম B2 জমাদেওয়ারদিনঅনিমেষব্যানার্জিনামেপ্রাক্তনপঞ্চায়েতসমিতিরপ্রাক্তনভূমিকর্মাধ্যক্ষওইফর্মটিজমাদিয়েসিম্বলপেয়েগিয়েছেন।এইবিষয়টিতিনিঅভিষেকব্যানার্জিসহদলেরঅন্যান্যনেতৃত্ববৃন্দকেলিখিতআকারেজানান।সকলেইআশ্বাসদিয়েছিলেনযেতাকেইদলেরপ্রার্থীকরাহবে।আইপ্যাকথেকেওতাকেমনোনয়নপত্রপ্রত্যাহার  নাকরারজন্যবলাহয়েছিল।অবশেষেশেষলগ্নেবিধায়কেরনির্দেশেতিনিতারমনোনয়নপত্রপ্রত্যাহারকরেনিলেন।ঝন্টু মণ্ডলজানানতিনিপেশায়শিক্ষক,এইঘটনায়তারসম্মানহানিহয়েছে।দলতাকেমনোনীতকরারপরওকিভাবেঅনিমেষবাবুবিটুফর্মজমাদিলেনসেটাইতিনিঅভিযোগআকারেঅভিষেকব্যানার্জিকেজানিয়েছেন।

অপরদিকেঅনিমেষব্যানার্জিজানান,তিনিদলেরনির্দেশেইমনোনয়নপত্রজমাদিয়েছিলেন।ব্লকসভাপতিরনির্দেশেতিনিবিফর্মফিলাপকরেছিলেনযারজন্যতিনিতৃণমূলকংগ্রেসেরপ্রতীকপান।ঝন্টুমণ্ডলশিক্ষক।ভালোমানুষ।এইবিষয়েতিনিঅন্যকিছুবলতেপারবেননা।