/anm-bengali/media/media_files/QR0SWo2ZGUy2BxCu9B4c.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হিংসার সাক্ষী ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। শনিবার সন্ধ্যায় ফের হিংসার ঘটনা ঘটল ভাঙড়ে। এক তৃণমূল প্রার্থীকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত তৃণমূল প্রার্থী। ভাঙড়ের চালতা বেড়িয়া অঞ্চলে ঘটেছে এই ঘটনা। আহত তৃণমূল নেতার নাম ওহিদুল ইসলাম। ওহিদুল চালতা বেড়িয়া অঞ্চলের বামুনিয়া বুথে এই বছরের তৃণমূলের প্রার্থী। আহত অবস্থায় তাঁকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছে কাশীপুর থানার বিরাট পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর শনিবার রাত ১০টা নাগাদ এলাকায় নির্বাচনী প্রচার সেরে দক্ষিণ বামুনিয়ার বাড়িতে ফিরছিলেন ইব্রাহিম মোল্লা ও ওহিদুল মোল্লা। বাইকে করে বাড়ি ফেরার সময় বামুনিয়া কর্মতীর্থ বাজারের কাছে তাঁদের হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযোগ, পিছন থেকে দুষ্কৃতীরা হাঁসুয়ার কোপ মারে। রাত যত বাড়ছে, তত উত্তেজনা বাড়েছে ভাঙড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us