/anm-bengali/media/media_files/2025/01/16/S4EUlTjjxIMqCq1OZG9h.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: খবরের জের, খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আবাসের প্রথম কিস্তির পাওয়া ৬০ হাজার টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি।
১২ জানুয়ারি খবর প্রকাশ হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি তপন মন্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাড়ি তৈরীর প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও ইতিমধ্যে পেয়ে গিয়েছিলেন। প্রশ্ন তুলে সরব হয়েছিল তৃণমূলের স্থানীয় নেতারা।
সেই খবর প্রকাশ হতেই অবশেষে নড়েচড়ে বসলো চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। বিডিওর নির্দেশে ১৩ জানুয়ারি সোমবার ৬০ হাজার টাকা সরকারি নিয়ম মেনে বিডিওর কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান তৃণমূলের বুথ সভাপতি।
তবে সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তিনি। চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল। তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার পেল্লায় পাকা বাড়ি থাকা সত্বেও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন এবং প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও ঢুকে গিয়েছে তার অ্যাকাউন্টে। এনিয়ে শাসকদলের স্থানীয় তৃণমূল নেতারা সরব হয়। সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us