/anm-bengali/media/media_files/2025/09/18/whatsapp-image-2025-09-18-2025-09-18-16-13-38.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার লালগড়ের আজনাশুলির জঙ্গলে ফের মিলল বাঘের উপস্থিতির চিহ্ন। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা কাঠ আনতে গিয়ে জঙ্গলের ভেতরে একাধিক বাঘের পায়ের ছাপ দেখতে পান। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের বিভিন্ন জায়গায় একই ধরনের পায়ের ছাপ ছড়িয়ে রয়েছে। ফলে গ্রামবাসীদের প্রশ্ন—২০১৮ সালে লালগড়ের এই আজনাশুলি জঙ্গলে যে রয়াল বেঙ্গল টাইগার প্রথম ধরা পড়েছিল, সেটি কি আবার ফিরেছে, নাকি তখন থেকেই তার পরিবার এখানে ছিল?
ঘটনার খবর পেয়েই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখছেন। তবে নিশ্চিত হতে তাঁরা আরও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
প্রশাসন সূত্রে খবর, বনদফতর আপাতত স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি গ্রামবাসীদের রাতে একা জঙ্গলের দিকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাঘের পায়ের ছাপ ঘিরে ফের নতুন করে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়েছে আজনাশুলি ও আশপাশের গ্রামগুলিতে। এখন বনদফতরের তদন্তের উপরেই নির্ভর করছে আসলে সত্যিই আবার লালগড়ের জঙ্গলে বাঘ মামা ঘুরে বেড়াচ্ছে কিনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us