ছত্তিশগড়ে দুঃস্বপ্ন! পিংলার তিন যুবকের দেহ ফিরতেই শোকে কাঁপছে গোটা এলাকা

পশ্চিম মেদিনীপুরের পিংলার তিন পরিযায়ী শ্রমিক ছত্রিশগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। রাইপুরে লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু, একজন গুরুতর জখম। মৃতদেহ ফিরতেই পিংলা জুড়ে শোকের আবহ।

author-image
Tamalika Chakraborty
New Update
FotoJet

নিজস্ব সংবাদদাতা:  কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার বাড়পুরী দাড়রার কয়েকজন যুবক ফুলের কাজ নিয়ে ছত্রিশগড়ে গিয়েছিলেন। সংসারের বোঝা হালকা করতে নিয়মিতই তাঁরা বাইরে কাজে যেতেন। কিন্তু এবারের সফরই পরিণত হল তাঁদের জীবনের শেষ যাত্রায়। গত ২৪ তারিখ রাত আড়াইটা নাগাদ রাইপুর থেকে বেমিত্রার বাসায় ফেরার পথে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি লরির সঙ্গে তাঁদের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গাড়ি, ছিটকে গিয়ে প্রাণ হারান তিন পরিযায়ী শ্রমিক।

মৃতরা হলেন মনোরঞ্জন সিং (২৫), প্রসেনজিৎ ধাড়া (২২) এবং পঙ্কজ সিং (২৭)। এঁরা তিনজনই পিংলার একই গ্রামের। তাঁদের সঙ্গে থাকা আরেকজন বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাইপুরের মেকাহারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারগুলি বলে উঠতে পারছেন না— কয়েকদিন আগেই হাসিমুখে কাজের সন্ধানে বাড়ি ছাড়লেন ছেলেরা, আর কয়েকদিন পর বাড়ি ফিরল তাদের নির্জীব দেহ।

বুধবার সকালে মৃতদেহগুলি গ্রামে পৌঁছাতেই শোকের সুনামি আছড়ে পড়ে বাড়পুরী দাড়রা অঞ্চলে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরাও সামলাতে পারেননি আবেগ। তিনটি যুবকের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো পিংলা। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। আজই সম্পন্ন হবে তাঁদের শেষকৃত্য, এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে।

জীবিকার তাগিদে ভিনরাজ্যে যাওয়া হাজার হাজার শ্রমিকের জীবনে যে কতটা ঝুঁকি লুকিয়ে থাকে, এই দুর্ঘটনা আবারও সেদিকেই আঙুল তুলল। পরিবারের ভবিষ্যৎ কী হবে, সন্তান-সম্বলহীন বাবা-মায়েরা কীভাবে সামলাবেন এই দুর্ঘটনার ধাক্কা— সেই প্রশ্ন এখন পিংলার আকাশে ভাসছে।