/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: স্কুল ছুটির পর ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল পুলকার। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল তিনটি নিষ্পাপ প্রাণ। মাদার মেরিনা মিশন স্কুলের তিন পড়ুয়া—ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১) এবং আরিন দাস (৯)—এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আরও দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটায়। পাঁচজন ছাত্র-ছাত্রীকে নিয়ে পুলকারটি স্কুল থেকে ফিরছিল। বহিরার দাসপাড়ার রাস্তায় হঠাৎই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি পাশের পুকুরে পড়ে যায়। আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগালেও তিনজন শিশুকে আর ফিরিয়ে আনা গেল না। এলাকার উপর নেমে এল শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতি বা স্টিয়ারিং ব্লক হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ পুলকারটি উদ্ধার করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, এই রাস্তায় নিয়মিত পুলকার চলে, কিন্তু নিরাপত্তার বিষয়টি বারবারই উপেক্ষিত থাকে। অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে—স্কুলবাস বা পুলকারের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন ফের সামনে এল।
এলাকায় নেমেছে শোকের ছায়া। তিনটি ছোট শিশু স্কুল থেকে ফিরছিল, কেউ ভাবতেও পারেনি কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবনের করুণ পরিসমাপ্তি হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us