নিজস্ব সংবাদাতা: সোমবার সকালের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়। শহরের ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতলের চতুর্থ তলায় আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ফ্ল্যাটের দেওয়ালের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির টালির ছাদও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই ফ্ল্যাটটি ফাঁকা ছিল। তবে তৃতীয় তলায় বাস করতেন কাউন্সিলর আরবাজ মণ্ডল। এই ঘটনায় পুলিশ তৃণমূল কাউন্সিলর আরবাজ মণ্ডল সহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই আবাসনের চতুর্থ তলার শৌচাগারে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২২ সালে প্রমোটার অনীল গুপ্তার কাছ থেকে জোর করে ফ্ল্যাটটি ছিনিয়ে নেন । বার বার প্রমোটার অনুরোধ করার পরেও তাঁকে ফ্ল্যাট ফেরত দেওয়া হয়নি। এই বিষয়ে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু কোনও ফল হয়নি। /anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
টিটাগড়ে ভয়াবহ বিস্ফোরণ! গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর সহ তিন জনকে
টিটাগড়ের বিস্ফোরণে তৃণমূল কাউন্সিলর সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
New Update
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us