#স্থানীয় খবর #জেনারেল জয়নগরে সিপিএমের কর্মী-সমর্থকদের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন জয়নগরের তৃণমূল নেতা খুনের পরেই সিপিএমের কর্মী সমর্থকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। ঘটনায় সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ অবশেষে তিন জনকে গ্রেফতার করেছে। Tamalika Chakraborty 20 Nov 2023 Follow Us New Update নিজস্ব সংবাদদাতা: জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএমের কর্মী-সমর্থকদের ১৬টি বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় অবেশেষে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, সিপিএমের কর্মী সমর্থকদের বাড়ি হামলার পরেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছিলেন। জয়নগরে তৃণমূলের নেতা খুনের পরেই দলুয়াখাকি গ্রামের সিপিএমের কর্মী-সমর্থকদের ১৬টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। গ্রামে চরম আতঙ্কে একপ্রকার অনাহারে দিন কাটছে সিপিএমের কর্মী সমর্থকদের। #bengal news #bengal news update #arrested #jaynagar murder case #jaynagar fire Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন