/anm-bengali/media/media_files/2025/07/21/screenshot-2025-07-26-pm-2025-07-21-13-34-42.png)
নিজস্ব প্রতিনিধি: হাজার হাজার গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। তৃণমূল কর্মীদের কোন সমস্যা হলে সমাধান করার জন্য বাঁশকোপা টোল প্লাজায় করা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রয়েছে জলের ব্যবস্থা। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ওষুধের ব্যবস্থা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে একের পর এক গাড়ি বাস বাঁশকোপা টোল প্লাজা হয়ে রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। সেই চিত্রই দেখা যাচ্ছে সকাল থেকে।
/anm-bengali/media/post_attachments/dd6b37d2-f95.png)
বাঁকুড়া জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক নিমাই মাঝি বলেন, "১৯৯৩ সালে একুশে জুলাই সিপিএম সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতেই প্রতিবছর তৃণমূল পালন করে একুশে জুলাই শহীদ দিবস। সেই শহীদদের স্মৃতিতর্পণ করতে চললাম ধর্মতলায়। এছাড়াও দিদি যা বার্তা দেবে সেটাও আমরা শুনতে চললাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us