নিম্নচাপ, বাড়বে গরম, হবে না বৃষ্টি! কপাল পুড়বে উত্তরবঙ্গের

জানা গিয়েছে, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কার্যত আকাল দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, বুধবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি প্রায় হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু'একটি জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টি সামান্য বাড়বে। বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হবে। দু'একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যতদিন নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা নীচের দিকে থাকছে, ততদিন উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকবে।