/anm-bengali/media/media_files/JBx4Auo9z95fTcq641gh.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ বহুতল আবাসনের তিনটি ফ্ল্যাটে চুরি। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে দুষ্কৃতীদের প্রবেশ। যার জেরে নজরদারি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে আবাসিকদের। ঘটনার তদন্তে নেমছে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/810ea059-7e2.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, কাঁকসার বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার পাশে রয়েছে একটি বহুতল আবাসন। সেই আবাসনের তিনটি ফ্ল্যাটের দরজা বন্ধ করে কেউ বেড়াতে, কেউ আবার দেশের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন গিয়েছিলেন। সেই সময়েই ফাঁকা ফ্ল্যাটের সুযোগ নিয়ে সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা ফ্ল্যাটের মূল দরজা ভেঙে ভেতরে ঢোকে।
/anm-bengali/media/post_attachments/4c07938d-7ad.png)
তারা আলমারি ভেঙে সোনাদানা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। তিনটি ফ্ল্যাট মিলিয়ে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার অলংকার চুরি গেছে বলে অভিযোগ।
/anm-bengali/media/post_attachments/e98ef114-c11.png)
ফ্ল্যাটের মালিক অনিক রায় অভিযোগ করেন," সোমবার বিকেলে ফ্ল্যাটের দরজা বন্ধ করে আমি এবং আমার স্ত্রী দেশের বাড়িতে গেছিলাম। সকালে খবর পেলাম আমার ফ্ল্যাটের দরজা ভাঙা। তাড়াতাড়ি এসে দেখি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার পাশের ফ্ল্যাটেরও একই অবস্থা। সোনাদানা, নগদ টাকা সব চুরি গেছে। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। " পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/900026d1-d24.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us