New Update
/anm-bengali/media/media_files/2025/10/20/whatsapp-image-2025-10-20-2025-10-20-16-01-29.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর কেমিক্যালস কলোনিতে চালু ট্রান্সফরমার বন্ধ করে কিছুটা অংশ চুরি করল দুষ্কৃতীরা। কালীপুজোর সকালে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর দেওয়া হল কোকওভেন থানার পুলিশকে।
এক আবাসিক প্রদীপ দেবনাথের অভিযোগ, "এখানে একটা চালু ট্রান্সফরমার আর একটি বন্ধ ট্রান্সফরমার ছিল। রাতে দুষ্কৃতীরা ইলেকট্রিক বন্ধ করে চালু ট্রান্সফরমার কিছুটা অংশ চুরি করে নিয়ে পালায়। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে এবং পুলিশকে জানিয়েছি। তবে নিরাপত্তা নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক বাড়ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/xUVZIT8QjncKLwns1qkW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us