/anm-bengali/media/media_files/2025/10/30/screenshot-2025-10-30-175048-2025-10-30-17-51-29.png)
নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: বিশ্বভারতীর হেরিটেজ কোর এলাকায় দুঃসাহসিক চুরি। চীনা ভবনের পেছনে সম্পত্তি বিভাগের স্টোর রুম থেকে উধাও শতাধিক ইউপিএস ও স্টেবিলাইজার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২০টি কম্পিউটারের সরঞ্জাম চুরি হয়েছে। হেরিটেজ কোর এলাকাটি ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকলেও চোরেরা তারের বেড়া কেটে ভিতরে ঢুকে চুরি করে পালায়—ফলে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর ফের প্রকাশ্যে এল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
তবে লক্ষ্যণীয়, বিশ্ববিদ্যালয়ের ওই গুরুত্বপূর্ণ এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। অনেকের মতে, সেটাই চোরদের সুযোগ করে দিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই মুখে কুলুপ এসেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। তবে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হেরিটেজ কোর এলাকায় এমন চুরির ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসনিক উদাসীনতা ও নজরদারির ঘাটতি স্পষ্ট বলে মনে করছেন অনেকে। তাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুরক্ষা বজায় রাখতে অবিলম্বে আধুনিক নজরদারি ব্যবস্থা ও কঠোর নিরাপত্তা জোরদারের দাবি উঠছে নানা মহলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/30/screenshot-2025-10-30-175011-2025-10-30-17-51-12.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us