ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি! সোনারপুরে গয়না ও টাকা উধাও

এখন অবধি কেউ ধরা পড়েনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-03 at 7.08.44 PM

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে ভর সন্ধ্যায় ঘটল দুঃসাহসিক চুরি। প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সনাতনবাবু ও তাঁর স্ত্রী কাকলী। রাতে বাড়ি ফিরে দেখেন মেন গেট ঠিক থাকলেও ঘরের দরজা ভাঙা, আলমারি ও শোকেস তছনছ। চুরি গেছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ।

ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন দম্পতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন তাঁরা সকালে বেরিয়ে যান এবং রাতে ফেরেন কাজের সূত্রে। ফলে দিনের বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছুদিন ধরে মদ ও গাঁজার আসর জমে উঠেছে। ফলে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সনাতনবাবু এও বলেন আগেও অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তাঁর পরিবারের প্রতি শত্রুতা ছিল। সেই থেকেও এই চুরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ। চলছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেষারেষি থেকে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো যোগসূত্র রয়েছে।

Arrest