New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব প্রতিনিধি: ২১ শে জুলাই ধর্মতলা চলোর ডাকে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ও ডেবরায় মহামিছিল করলো তৃণমূল। এদিন সবং ব্লকের হরিরহাট থেকে দেড় কিমি রাস্তা পর্যন্ত এই মিছিল হয়।
/anm-bengali/media/media_files/Z6NSvCfeJUbn3iq9PEN7.jpeg)
মিছিলে পা মেলান সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/xIM5aHR4jtPSzTTiQgUm.jpeg)
অপরদিকে ডেবরার বালিচকে তৃণমূল কংগ্রেসের মিছিল হয়। যেখানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর সহ অনান্য নেতৃত্বরা।
/anm-bengali/media/media_files/FGF5spnUgRghFK3btapL.jpeg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us