/anm-bengali/media/media_files/rIFr2EeDLbWSBxWwT4oR.jpg)
হরি ঘোষ, আসানসোল : তৃণমূল স্বীকৃত সমিতির প্রার্থী রাজেন। কিন্তু গ্রাম জুড়ে দেওয়াল লিখনে নাম পড়লো কোনও এক চুমকির ! অস্বস্তিতে জামুড়িয়া তৃণমূল। প্রার্থীর নাম ঘোষণা বা মনোনয়ন জমার ক্ষেত্রে এবার শাসক দল তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে ছিল বাম বিজেপি বা কংগ্রেস। শুধু তাই নয়, মনোনয়ন পরবর্তী গোঁজ কাঁটা নিয়েও তীব্র অস্বস্তিতে রয়েছে ঘাসফুল শিবির। এবার দেওয়াল লিখনে নাম বিভ্রাটের জোরালো সমস্যা তৃণমূল শিবিরে। জামুড়িয়ায় চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দাঙ্গালপাড়ায় ঘটেছে এই ঘটনা। এই নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই পঞ্চায়েত ভোটে শাসকদল অনেকটাই ল্যাজে গোবরে। এখনই এই অবস্থা হলে ভোটের দিন কি করবে রাজ্যের শাসক দল ? উঠছে প্রশ্ন।
জামুড়িয়া পঞ্চায়েত এলাকায় চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতে সমিতির প্রার্থী হয়েছেন রাজেন বাউরি। কিন্তু রাতের অন্ধকারে গ্রাম জুড়ে হয়েছে রংবেরঙের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখনে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে কোনও এক চুমকি হাঁসদাকে। এই ধরনের নাম দেখে তৃণমূল প্রার্থী রাজেন বাউরিও পড়েছেন আকাশ থেকে। তবে কি তার নাম রাতারাতি বাদ গেছে ? অন্য নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ? ওই এলাকার প্রাক্তন প্রধান থেকে দলীয় কর্মীরাও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন। খোঁজ নিয়ে অবশ্য জানা যায়, চুমকি হাঁসদাও সমিতির প্রার্থী। তবে ওই গ্রামের নয়। ভিন গ্রামের। সেই নাম ভুল করে চিঁচুড়িয়া গ্রামের দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে। আর তাতেই তীব্র অস্বস্তিতে তৃণমূল। আশঙ্কা শাসকদলের এই ভুল দেওয়াল লিখনে বিভ্রান্তিমূলক প্রচারের শিকার হতে পারেন চিঁচুড়িয়া গ্রামের বাসিন্দারা। দ্রুত ভুল শুধরে না নিলে এর প্রভাব ভোট বাক্সে পড়বে বলে তাদের মত। বিরোধীদের কটাক্ষ, এখন তৃণমূল দলটি কার্যত তোলাবাজ গুন্ডাবাজের দলে পরিণত হয়েছে। এদের পড়াশোনা বা হোমওয়ার্কের কোনও বালাই নেই। তার জন্যই ঘটেছে এই ঘটনা।
ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের মনোনীত পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজেন বাউরি জানান, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সংশোধন করে নেওয়া হবে।ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বনাথ সাঙ্গুই জানান, এটা হওয়া উচিত ছিল না। বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নেবেন।তৃণমূল নেতা দীনেশ চক্রবর্তী জানান, এটা দেওয়াল লিখনের ভুল। দ্রুত সেই ভুলগুলোকে সংশোধন করে নেওয়া হবে।'
সিপিএম নেতা সুকুমার সাঙ্গুইন কটাক্ষ করে বলেন, 'এর থেকে প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস চুরি এবং তোলাবাজিতে ব্যস্ত। কে কোথায় প্রার্থী হচ্ছে সেই নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us