New Update
/anm-bengali/media/media_files/7bvcqM5gYHAjkzQVhrR7.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ভোরে ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি ফিরে এসেছে বাঁকুড়ায়। ফের লুপলাইনে একটি ট্রেনের ওপর উঠে গিয়েছে আরেকটি ট্রেন।
/anm-bengali/media/media_files/waii9cIPjLmVdAyo4yeg.jpeg)
ওন্দা রেল স্টেশনের ডাউন কেবিনের দিকে একটি মালগাড়ি অন্য মালগাড়ির ওপর উঠে যায়। ফলে মালগাড়ির ৬ টি কামরা লাইনচ্যুত হয়েছে। যার ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে, একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে দেশ জুড়ে, তাও কেনও সাবধান হচ্ছে না রেল? রেলের সুরক্ষা কোথায়?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us