ভেঙে ফেলা হচ্ছে হলদিয়ার আইকনিক হলদিয়া গেট! জাতীয় সড়ক বন্ধ রেখে কাজ

কেন ভাঙা হচ্ছে? বিস্তারিত জানুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-04 183915

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে ভেঙে ফেলা হচ্ছে হলদিয়ার আইকনিক হলদিয়া গেট। হলদিয়ার ব্রজলাল চক দিয়ে হলদিয়া শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেট ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ ব্যাপারে হলদিয়া উন্নয়ন পর্ষদ আগেই নোটিশ দিয়ে জানিয়েছে। 

ব্রজলালচকে লোহার কাঠামোর তৈরি এই গেটটি বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। যে কোনো সময় এই গেট ভেঙে পড়তে পারে। ২০১৩ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল এই গেট। রীতিমত জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে কেটে নামিয়ে ফেলা হচ্ছে এটিকে। ৩ সেপ্টেম্বর রাত ৮ টা থেকে গেটটি নামিয়ে ফেলার কাজ শুরু হয়েছে এবং ৪ সেপ্টেম্বর দুপুর ১২টা অবধি এই কাজ চলবে বলেই জানা গিয়েছে।

Screenshot 2025-09-04 183933