/anm-bengali/media/media_files/dno1GGH1cGeU85x6f3hJ.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ জঙ্গলমহলের প্রতিবন্ধীদের পাশে এবার ঝাড়গ্রাম থানার আইসি। জঙ্গলমহলের প্রতিবন্ধীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করে থাকেন। বারংবার দেখা গেছে জেলা শাসকের কার্যালয় থেকে থানা ঘেরাও বারে বারে করতে দেখা গিয়েছে প্রতিবন্ধী সংগঠন কে। তবে আর আন্দোলনের ছবি নয় আজ অন্য ছবি উঠে এলো জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দেখা যায়। এদিন ঠিক ওই প্রতিবন্ধী মানুষের পাশে দেখা গেল ঝাড়গ্রাম থানার আইসিকে।
জানা গেছে, ঝাড়গ্রামের প্রায় ২০০ জন প্রতিবন্ধী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন আইসি নিজের হাতে। জঙ্গলমহলে এই মুহূর্তে জাকিয়ে ঠান্ডা পড়েছে সেই কথা ভেবে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করলেন আইসি বিপ্লব কর্মকার এবং তাদের পাশে থাকার সমস্ত ধরনের আশ্বাস দেন তিনি।
প্রতিবন্ধীদের বক্তব্য, ঝাড়গ্রামে এই প্রথমবার প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। যার ফলে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তারা। শুধু এই প্রতিবন্ধীদের পাশে থাকা নয় ঝাড়গ্রামের সমস্ত এলাকায় আইসি নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us