দলছুট হাতির আতঙ্কে স্থানীয়রা! ভোট কেন্দ্রে মানুষজনকে পৌঁছে দিতে তৎপর বনদপ্তর

আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এরই মধ্যে আজ ধেড়ুয়া ও চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রে মানুষজনকে নিরাপদে পৌঁছে দিতে জঙ্গলে পাহারা দিচ্ছে বনকর্মীরা।

author-image
Probha Rani Das
New Update
xvbbcvx30.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যখনতখনজঙ্গলছেড়েরাস্তায়বেরিয়েপড়েদলমারদাঁতাল।আরতাতেইঘটতেপারেবিপদ।গণতন্ত্রেরউৎসবেরদিনেএমনইআশঙ্কাকরেপুরোজঙ্গলরাস্তায় কড়াপাহারায়রইলবনকর্মীরা।সকালথেকেজঙ্গললাগোয়াগ্রামগুলিতেগিয়েওমানুষজনদেরবলেএসেছেনরাস্তায়সাবধানেযাতায়াতকরতে।কোথাওহাতিরদেখাবাসম্মুখীনহলেতৎক্ষণাৎবনদপ্তরেজানাতে বলা হয়েছে।

xvbbcvx28.jpg

কোনওএলাকারমানুষজনযদিভোটকেন্দ্রেযেতেনাপারেনহাতিরজন্য, তাদেরভোটকেন্দ্রেপৌঁছেদেওয়ারদায়িত্বনিয়েছেবনদপ্তর।শনিবারএমনইচিত্রদেখাগেলমেদিনীপুরলোকসভাকেন্দ্রেরজঙ্গললাগোয়ামেদিনীপুরসদরব্লকেরধেড়ুয়াচাঁদড়াগ্রামপঞ্চায়েতেরবিভিন্নএলাকায়।মশালজ্বেলে, ঐরাবতগাড়িনিয়েজঙ্গলরাস্তায়টহলদিতেওদেখাগিয়েছেবনকর্মীদের।জঙ্গলরাস্তায়সাইকেলেকরেভোটকেন্দ্রেরদিকেযাচ্ছিলেনস্থানীয়মানুষজন।তাদেরপিছুনিয়েনিরাপদেভোটকেন্দ্রেপৌঁছেদিয়েছে।

xvbbcvx29.jpg

চাঁদড়ারেঞ্জেরপক্ষথেকেজানানোহয়েছে, দলছুটতিনটিহাতিবিভিন্নএলাকায়ঘুরেবেড়াচ্ছে।গতকালরাতেচাঁদাবিলাগ্রামেএকটিবাড়িওভেঙেফেলেখাবারেরখোঁজে।ফলেস্থানীয়মানুষজনেরমধ্যে আতঙ্কসৃষ্টিহয়েছে জঙ্গলপথপেরিয়েভোটদিতেযাওয়ারপথেইবিপদেরআশঙ্কাওকরছিলেনতারা।তবেআশঙ্কাথেকেমুক্তিদিতেআসরেনেমেছেবনদপ্তর।চাঁদড়ারেঞ্জেরশিরশী, বক্সীবাঁধ, বাঘঘরাসহবিভিন্নএলাকাররাস্তায়তারাএদিনটহলদেন।যারফলেনিরাপদেইভোটকেন্দ্রেভোটদিয়েবাড়িফিরছেনমানুষজন। 

স্থানীয়বাসিন্দাবাবলুহাঁসদা, উত্তমমাহাতোবলেন, "আমাদেরজঙ্গলেদলছুটএকটিহাতিরয়েছে।যেকোনোসময়জঙ্গলথেকেবেরিয়েলোকালয়েঢুকেপড়ে।গতকালরাতেএকটিবাড়িভেঙেদিয়েছে।ফলেআমরাচিন্তারমধ্যেছিলাম।বনকর্মীরাসকালেএসেআমাদেরআশ্বস্তকরেনযে, জঙ্গলেররাস্তায়তারাপাহারায়থাকবেন।মানুষজননিরাপদেভোটদিয়েবাড়িফিরেআসতেপারবে।

xvbbcvx27.jpg

চাঁদড়ারবিটঅফিসারঅসিতমন্ডলবলেন, "দলছুটকয়েকটিহাতিরয়েছে।তারামাঝেমধ্যেরাস্তায়চলেআসে।ভোটদিতেযাওয়ারপথেমানুষেরঅসুবিধাযাতেনাহয়তারজন্যআমরাপাহারায়রয়েছি।হাতিরজন্যকারওকোনসমস্যাহলেআমাদেরজানাতেবলাহয়েছে।আমরানিরাপদেতাঁকেভোটকেন্দ্রেপৌঁছেদিয়েপুনরায়বাড়িনিয়েআসারদায়িত্বনিয়েছি।

Add 1