কাজের চাপেই মৃত্যু হয়েছে BLO-এর ! কি দাবি করলেন পরিবারের লোকজন ?

কাজের চাপেই মৃত্যু ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালি এলাকায় এক মর্মান্তিক ঘটনা। সম্প্রতি বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিযুক্ত এক মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃতার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের (ECI) অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

মৃতার আত্মীয় সুরজিৎ কুণ্ডু ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে বলেন, "আমি আমার এক মামার কাছ থেকে খবরটি পাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। পরিবারের সদস্যদের কাছে শোনার পর জানতে পারি যে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা অতিরিক্ত কাজের চাপ তিনি সহ্য করতে পারছিলেন না।"

Suicide

সুরজিৎ কুণ্ডু দাবি করেন, মৃত মহিলা গত কয়েক বছর ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন এবং কাজের চাপ ক্রমাগত বাড়ছিল। তিনি বলেন:

"তিনি (ওই মৃত মহিলা) সুইসাইড নোটেও এই কাজের চাপের বিষয়টি উল্লেখ করে গেছেন। নির্বাচন কমিশনের এই বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত ছিল না, কারণ এমন ঘটনা এটাই প্রথম নয়। তাদের উচিত ছিল এমন ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া।"