New Update
/anm-bengali/media/media_files/HhoRXS0GvF9OS86wUGg1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারের স্কুলগুলিকে এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, গরমের দিনে বিদ্যুতের অযথা ব্যবহার কমাতে এবার স্কুলগুলিতে বিদ্যুতের অপব্যবহার এড়াতে তাই রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে ক্লাস শেষ হলে যেন অবশ্যই লাইট, ফ্যানের সুইচ নিভিয়ে দেওয়া হয়।
/anm-bengali/media/post_attachments/510852d261e58979469efb20cc9ca2f3c827796596e9caf478223a56038dcf7e.jpg)
প্রসঙ্গত উল্লেখ্য যে, নবান্নে বিদ্যুতের অপচয় নিয়ে মুখ্যমন্ত্রী এক বৈঠক করেন। কেননা রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান যাতে করা সম্ভব হয় তাই নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/924037fa1942849c5164e7aecd30a6fa59eed3e47273837b18f9fab06ba575c1.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us