নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চকলালপুর এলাকায় একটি বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গতকাল সন্ধ্যায় চকলালপুরের একটি বাড়ি থেকে ভীষণ দূর্গন্ধ আসতে থাকে।আর তাতেই এলাকাবাসীর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ডেবরা থানায়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে দেখে ওই বাড়িতে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই মৃত মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি।
ওই এলাকার বাসিন্দা দেবু নায়েকের বাড়ি থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওই ব্যাক্তিও ফেরার। কীভাবে এই মৃত্যু হয়েছে ,আর তার পেছনে অন্য কিছু কারণ রিয়েছে কিনা, তার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। আজ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠাবে ডেবরা থানার পুলিশ।