New Update
/anm-bengali/media/media_files/2024/12/08/U5pmnWCspuv6SSbvMr87.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আগামী ১০ ই ডিসেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ২৩ তম বইমেলা শুরু হবে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত।রবিবার জেলা বইমেলা প্রস্তুতির প্রশাসনিক বৈঠক হল ঘাটাল টাউন হলে।
/anm-bengali/media/post_attachments/343be5a4-be4.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এডই এই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, জেলা পরিষদের সদস্য শংকর দোলই।
/anm-bengali/media/post_attachments/c68e8c5b-d1e.png)
এছাড়াও, এদিন উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরাসহ জেলা বইমেলা কমিটির সদস্য থেকে শুরু করে মহকুমার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।
/anm-bengali/media/post_attachments/a67fecee-340.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us