নিজস্ব সংবাদদাতা: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তৈরি হতে খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা। এদিকে, এরপর এক বছর কেটে গেলেও এখনো চালু হয়নি ওই ভবন৷ যার ফলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে প্রশাসনিক কাজকর্ম চালাতে গিয়েও দেখা দিচ্ছে রুমে অভাব৷ সমস্যা হচ্ছে ক্লাস চালাতে। আর মাঝেমধ্যে বেশ কিছু ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, অন্য ডিপার্টমেন্টের ক্লাস কখন শেষ হবে। তারপর শুরু হচ্ছে তাদের ক্লাস৷ আর এই পরিস্থিতিতে শীঘ্রই প্রশাসনিক ভবন চালু করার দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে বিভিন্ন মহল৷
/anm-bengali/media/media_files/FwJIV6cIPhdRXvhTwTUc.jpg)