New Update
/anm-bengali/media/media_files/UhCujLulkbrN4ldCJIXY.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ ভয়ঙ্কর পরিস্থিতি দার্জিলিংয়ে। ফের ধসের কবলে দার্জিলিঙের রিম্বিক লোধামা গ্রাম এর দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ছোট হাট্টার একটি গ্রাম। মুহূর্তের মধ্যে ঝুরঝুর করে ধসে পড়ল মাটি।
উল্লেখ্য,গত ৩-৪ দিনে ফের বিপর্যয় শুরু করেছে দার্জিলিংয়ে। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে ধস নামছে নানা জায়গায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us