/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-14-45-13.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বর্ষার সময় থেকে কয়েকমাস বাঁশের সাঁকো, নৌকা বা ভাসাপুলেই ছিল যাতায়াত। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়াতে কাঁসাই নদীর ঘাটে এইভাবেই চলত যাতায়াত। নদীতে জল থাকায় কোনো বড় যানবাহন চালাচল করতে পারত না।
প্রতি বছরের ন্যায় এই বছরও ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন ধরেই নদীর ভেতরে বড় বড় হিউম পাইন, বালি, ইঁট, মোরাম দিয়ে অস্থায়ী রাস্তা তৈরীর কাজ চলছিল। ইতিমধ্যে তা সম্পূর্ণ হওয়ায় মঙ্গলবার থেকেই বাস, লরি, ডাম্পার, বাইকসহ নিত্যযাত্রীরাও যাতায়াত করতে পারবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না। ব্রীজ না হলেও আপাতত অস্থায়ী রাস্তা পাওয়ায় সাময়িক সুরাহা পেল নিত্যযাত্রীরা। বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান যে এই বছর রাস্তা তৈরী করে দেওয়া হল। ব্রীজ তৈরির ক্ষেত্রে ল্যান্ড নিয়ে কিছু সমস্যা রয়েছে, তবে তা সমাধান করার চেষ্টা চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-14-45-30.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us